নতুন দিশা প্রকল্প চালু করে ভাল ফলাফল পাওয়া গেছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩০ নভেম্বর।। রাজ্যে গুণগতমানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা সম্পসারণের উপর রাজ্য সরকার সবচেয়ে বেশী গুরুত্বারোপ করেছে৷ এ জন্য ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে৷ প্রায় ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ আজ বিলোনীয়ার বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুুবর্ণজয়ন্তী হলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, রাজ্যের ছাত্র-ছাত্রীরা বর্হিরাজ্যেও যাতে মাথা উঁচু করে চলতে পারে সেইদিকে লক্ষ্য রেখে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

প্রতিটি বিদ্যালয়ে নতুন দিশা প্রকল্প চালু করে ইতিমধ্যেই ভাল ফলাফল পাওয়া গেছে৷ সারা রাজ্যে ছাত্র-ছাত্রীরা একই প্রশপত্রের উপর পরীক্ষা দিচ্ছে৷ রাজ্যের ২০টি সুকলে সিবিএসসি পাঠক্রম চালু করা হয়েছে৷ আরও ২০টি সুকলে এই পাঠক্রম চালু করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে ইংরেজীতে কথা বলতে পারে সেই জন্যেই স্পোকেন ইংলিশ সেন্টার খোলা হচ্ছে৷ আই এ এস, আই পি এস, আই আর এস, আই এফ এস কোচিং-র জন্য রাজ্যের ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকার আর্থিকভাবে সহায়তা করছে৷ রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে সেই লক্ষ্যে এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বলেন, জীবনে নানা প্রতিকুলতার মোকাবিলা করার জন্য ছাত্র-ছাত্রীদের মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে৷

সমস্ত কঠিন প্রতিযোগিতায়ও দক্ষিণ জেলার ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পূর্ণিমা দেব৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাইচরণ মজমদার৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লাদেব সরকার, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল দাস বিশ্বাস প্রমুখ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?