অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। দিন কয়েক আগেই ঘূর্ণিঝর নিভারের দাপটে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলের। মৃত্যু কারও না হলেও ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে বহু বাড়ি, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। কিন্তু এসবের মাঝেই ঘটেছে আশ্চর্য ঘটনা। শুধু তাণ্ডবই নয়, কিছু উপকারও নাকি করেছে নিভার। এই ঘূর্ণিঝড়ের সৌজন্যে নাকি অন্ধ্রের পূর্ব গোদাবরীতে সমুদ্রের নীচে থেকে উঠে আসছে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু! অন্তত এমনটাই দাবি করছেন স্থানীয়রা। জানা গিয়েছে, নিভারের তাণ্ডবের পর গত শুক্রবার সকালে চার-পাঁচজন মৎসজীবী সমুদ্রের পাড়ে আসেন।
তাঁরা দেখেন, সোনার মতো দেখতে হলুদ কিছু জিনিস পড়ে রয়েছে। তা তাঁরা কুড়িয়ে নেন। এরপর সেটি বাজারে বেশ চড়াদামে বিক্রিও করেন তাঁরা। এরপরেই রটে যায় সমুদ্র থেকে সোনা মিলেছে। সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে যায় সেই খবর। এর পরেই ওই সমুদ্র তটে জমতে শুরু করে স্থানীয়দের ভিড়। যদিও প্রশাসন এই খবরের সত্যতা স্বীকার করেনি।