অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। উত্তরাখণ্ডের করোনা গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী। রোজই বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড প্রশাসন। বিপুল জমায়েতের আশঙ্কায় এবছর নিষিদ্ধ করা হয়েছে, কার্তিক পূর্ণিমায় হরিদ্বারে গঙ্গাস্নান। ভিন রাজ্যথেকে গঙ্গাস্নানের জন্য তীর্থযাত্রীরা যাতে হরিদ্বারে প্রবেশ করতে না পারেন, তার জন্য রবি ও সোমবার হরিদ্বার সীমান্ত সিল।করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হরিদ্বারের পুলিশ সুপার এই খবর জানিয়েছেন। শুধুমাত্র বিশেষ প্রয়োজনে যাঁরা আসবেন তাঁরাই এই সময়ে হরিদ্বারে প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার ছুঁইছুঁই। ৩০ নভেম্বর থেকে ফের দেহরাদুনে লকডাউন হওয়ার কথা।