স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ নভেম্বর।। মরশুমী ফসলে ক্ষতির সম্মুখীন কৃষক কূল, মাথায় হাত খেটে খাওয়া কৃষকদের। এমনটাই চিত্র ফুটে উঠলো তেলিয়ামুড়া মহাকুমার বাইশঘড়িয়া, ব্রহ্মছড়া, মোহর ছড়া সহ বিস্তির্ণ কৃষি প্রধান এলাকায়। তেলিয়ামুড়া মহকুমা কৃষি প্রধান এলাকা গুলিতে মরশুমী ফসল যেমন- ফুলকপি ,বাঁধাকপি, বেগুন, মূলা, ছিম ইত্যাদি সব্জি চাষ করে বছরে একটা ভালো অর্থ উপার্জন করে থাকে ওই এলাকার কৃষক কূল। তাছাড়া তাদের এই উৎপাদিত সব্জি স্থানীয় বাজার সহ বিভিন্ন জায়গায় অধিক মুনাফা লাভের আশায় রপ্তানি করা হয়। কিন্তু এই বছর করোনা অতি মারি সহ বিভিন্ন কারণে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে এই কৃষকরা।
এইবছর বীজ বপন করার সময় অকাল বর্ষণের কারণে বীজ বপন প্রক্রিয়া খানিকটা পিছিয়ে নিতে হয়েছিল। তার উপর আবার পরবর্তী সময়ে অকাল বর্ষণের কারণে দারুণভাবে ক্ষতির সম্মুখীন তেলিয়ামুড়া মহাকুমার বিস্তীর্ণ কৃষিপ্রধান এলাকার কৃষক কূল। অসময়ে বৃষ্টির কারণে তাদের উৎপাদিত ফসলের অনেকাংশই মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে এক কৃষক জানান এই বছর তারা করোনা অতি মারি সহ বিভিন্ন কারণে আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ছেন। সেই কারণে অন্যান্য বছরের থেকে এবছর তারা খানিকটা দেরিতে মরশুমী ফসলের বীজ বপন প্রক্রিয়া চালু করেছে।