প্রত্যেক ব্যক্তিকে জনগণের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ নভেম্বর।। ভারতীয় জনতা পার্টি ৯ বনমালীপুর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের মণ্ডল প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন  যে, প্রত্যেক ব্যক্তিকে জনগণের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রথমে ব্যক্তিকে একজন ভালো শ্রোতা হতে হবে। কোনও অবস্থাতেই তালে তাল মেলানো চলবে না। তালে তাল মেলালেই উপদল সৃষ্টি হবে যেটা ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য নয়। এই উপদলীয় রাজনীতি টেকে না। যে ব্যক্তি দিনে এক ঘণ্টা কার্যকর্তাদের কথা শোনার ক্ষমতা রাখেন সেই ব্যক্তিকে নেতা হওয়া থেকে কেউ রুখতে পারবে না। তাই আগে ভালো শ্রোতা হতে হবে।
শ্রোতা হলেই একদিকে নেতৃত্ব তৈরি হবে, অন্যদিকে মানুষ আপনাকে ভালোবাসবে। তিনি বলেন, একজন সুবক্তা হতে গেলে বক্তার ধারণা থাকতে হবে সামনে বসে থাকা মানুষের মনের ভিতর কী চলছে।  মুখ্যমন্ত্রী বলেন, আপনার বক্তব্য শুনে পার্টি কার্যকর্তারা ছাড়া সাধারণ নাগরিকরা যখন জড়ো হয়ে যাবে তখনই আপনার বক্তব্য সার্থক। বক্তব্য রাখার এক্সপ্রেশনের দিকে লক্ষ্য রাখতে হবে আর এক্সপ্রেশন তখনই সঠিক আসবে যখন বক্তা হৃদয় থেকে কথা বলবে। সব সময় আলোচনার মাধ্যমে সকল সিদ্ধান্ত নিতে হবে। মণ্ডল কমিটি গঠনের সময় পুরনো অফিস বেয়ারারদের সঙ্গে কথা বলে নিতে হবে। কেউ যদি মনে করে যে আমি সংগঠনের উর্ধ্বে চলে গেছি তাহলে তাকে সংগঠন কোথায় যে নিয়ে ফেলবে খুঁজে পাওয়া যাবে না। কত লোক এসেছে আর গেছে এই পার্টিতে, হিসাব নেই। এই পার্টিতে তারাই টিকে থাকতে পারে যারা যখন বুথ প্রেসিডেন্ট ছিলেন তখনও বুথে যেতেন আর যখন গৃহমন্ত্রী হয়ে গেছেন তখনও বুথে যান। একজন সু-সংগঠক হতে গেলে নিয়মানুবর্তিতা, ব্যক্তিত্বের বিকাশ ও সংগঠনের প্রতি দায়বদ্ধ হতে হবে।
Attachments area

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?