স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ নভেম্বর।। রাজ্যর বণমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার হাত ধরে ২ নভেম্বর চাকমাঘাটের খোয়াই নদী ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে রাজ্যের দ্বিতীয় ব্যাম্বু ডিপু-র উদ্বোধন হয়েছিল। কিন্তু উদ্বোধনের পর ২৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও কাজ এখনো শুরু হয়নি। এই ব্যাম্বু ডিপুটি প্রতিস্থাপন করা হয়েছিল প্রত্যন্ত এলাকার বাস চাষীদের কথা মাথায় রেখে। বাস চাষীরা যাতে ন্যায্য মূল্য পায়। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হলেও -এর কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি।
এতে বাস চাষীরা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে। এছাড়া এই ব্যাম্বু ডিপুটি নির্মাণ করার সময় ত্রুটি-বিচ্যুতি প্রত্যক্ষ করা গিয়েছিল। যা প্রত্যক্ষ করে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চিকিৎসক অতুল দেববর্মা ক্ষোভ প্রকাশ করেছিলেন উদ্বোধনের দিনেই। বাঁশ চাষীদের দাবি এই ব্যাম্বু ডিপোটির কার্যক্রম অতি দ্রুত শুরু হউক।
Attachments area