গোল করে প্রয়াত গুরু মারাদোনাকে মাঠেই শ্রদ্ধা জানালেন শিষ্য মেসি

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। ম্যাচের ৭৩ মিনিটে তিনি গোল করলেন। তার পরেই নিজের বার্সেলোনা ক্লাবের জার্সির উপরে পরে ফেললেন ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ-এর জার্সি। দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। বোধহয় বলতে চাইলেন, আমি পেরেছি। আপনার পথেই এভাবেই এগিয়ে যেতে চাই। কিংবদন্তির প্রয়াণের পরে পেরিয়ে গিয়েছে ৭২ ঘণ্টা। কিন্তু দিয়েগো আর্মান্দো মারাদোনার ছায়া থেকে এখনও বেরোতে পারেনি বিশ্বফুটবল। রবিবার লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। মেসি ছাড়াও গোল করেন মার্তচিন ব্রাথওয়েট, আঁতোয়া গ্রিজম্যান এবং ফিলিপে কুতিনহো। একটা সময় মারাদোনাও নিউওয়েলস ওল্ড বয়েজ দলে দশ নম্বর জার্সি পরে খেলতেন।
পরে মেসিও পেয়েছিলেন সেই জার্সি। রবিবার সেই স্মৃতি ফিরিয়ে এনে প্রাক্তন গুরুকে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি। বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোম্যানের মুখেও শোনা গিয়েছে মারাদোনার প্রসঙ্গ। তিনি বলেছেন, “দিয়েগোর বিদায় বিশ্ব ফুটবলের কাছে কত বড় ক্ষতি, তা ভাষায় বলে বোঝানো যাবে না। আমি একবারই ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলাম। আমি তখন খেলতাম সেভিয়ায়। ও খেলত বার্সেলোনায়। সত্যি বলতে, ম্যাচের আগে নিজে ওয়ার্ম আপ না করে মুগ্ধনয়নে দেখেছিলাম মারাদোনার ওয়ার্ম আপ।” যোগ করেছেন, “ম্যাচে মারাদোনাকে আটকানোর মতো কঠিনতম কাজ আর কিছুই ছিল না। ওকে কোনও ভাবেই রোখা যেত না।
এমনও হয়েছে, ওকে থামাতে গিয়ে ফাউলও করতে হয়েছে। তবে মারাদোনা কিছু বলত না। শুধু হাসত। পরে মাঠের বাইরে আমাদের একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়েছিল। অনেক সুন্দর সময় কাটিয়েছি ওর সঙ্গে। সেগুলোই এখন আমার সঙ্গী হিসেবে থেকে যাবে।” মারাদোনার প্রতি রবিবার মাঠে মেসির শ্রদ্ধার্ঘে মুগ্ধ সতীর্থ ফিলিপে কুতিনহোও। ব্রাজিলীয় তারকা বলেছেন, “দিয়েগো তো শুধু আর্জেন্তিনার সম্পদ নয়। আমাদেরও গর্ব। বিশ্ব ফুটবলের বিস্ময়-চরিত্র। ওঁর প্রয়াণ যে আমাদের কাছে কতটা ক্ষতি, সেটা কোনও ভাবেই ভাষায় বলে বোঝানো যাবে না। আমরা সকলেই গর্বিত মেসি ওই ভাবে তাঁকে শ্রদ্ধা অর্পণ করায়। উনি চিরকাল আমাদের মনে অমর হয়ে থাকবেন।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?