স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ নভেম্বর।। দেশের রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সোমবার রাজধানীর আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে এ আই কে কে এম এস নামে একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়।সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেন দিল্লিতে কৃষকরা যে আন্দোলন সংগঠিত করেছে তার সঙ্গে তারা সম্পূর্ণভাবে একমত।
বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে তারা অভিযোগ করেন। কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন গ্রহণ করেছে সেই কৃষি আইন অবিলম্বে বাতিল করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন।অবিলম্বে কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন প্রত্যাহার করে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।