স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ নভেম্বর।। স্বাস্থ্য দফতরের অনুমতি মিলেনি। তাই, আপাতত ১ ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশ এবং সমস্ত সরকারি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হচ্ছে না। তবে, শিক্ষক-শিক্ষকদের ১০০ শতাংশ উপস্থিতির নির্দেশিকা জারি হয়েছে।গত ২৬ নভেম্বর শিক্ষা দফতর এবং উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে ১ ডিসেম্বর থেকে স্কুল-কলেজ চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। অবশ্য, স্বাস্থ্য দফতরের অনুমতি সাপেক্ষে ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে স্থির হয়েছিল। সে মোতাবেক শিক্ষা দফতর আজ এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু, শেষ মুহুর্তে স্বাস্থ্য দফতরের অনুমতি মিলেনি, তাই আপাতত ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
সূত্রের দাবি, পরিস্থিতি পর্যালোচনা করে খুব শীগ্রই নতুন তারিখ ঘোষণা দেওয়া হবে। এ-ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের অনুমতি হলে তবেই স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করা হবে। কারণ, করোনা পরিস্থিতি-তে স্বাস্থ্যবিধি মেনে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা ত্রিপুরা সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে স্থান পেয়েছে।তবে, ছাত্রছাত্রী-দের স্কুল-কলেজে হাজির হওয়ার বিষয়ে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হলেও শিক্ষক-শিক্ষক এবং অধ্যাপক-অধ্যাপিকাদের উপস্থিতি ১০০ শতাংশ বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি হয়েছে। পাশাপাশি, অনলাইন ক্লাস যথারীতি চালু থাকবে।