স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ নভেম্বর।। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর জুট মিলের প্রধান ফটকের সামনে দুই ঘণ্টার গণ ধরনা আন্দোলন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত। দায়িত্বগ্রহণের ৩২ মাস সময়ের মধ্যে একটি বারও তিনি জুটমিল পরিদর্শন করতে আসেন নি।জুট মিলের বিভিন্ন সমস্যা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন সময়ে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
কিন্তু এইসব বিষয়ে প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে তারা গত বেশ কিছুদিন ধরেই আন্দোলন থেকে বিরত রয়েছেন।বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তারা আগামী ১৫ ডিসেম্বর জুটমিলের মূল ফটকের সামনে দুই ঘণ্টার প্রতীকী গণনা সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রতীকী গণনা আন্দোলনের পরও যদি রাজ্য সরকার জুটমিল কর্মচারীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানানো হয়। তারা শ্রমিক স্বার্থ পরিপন্থী বিভিন্ন মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
এদিন গণ ধরনা আন্দোলন শেষে সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ ও স্মারকলিপি প্রদান করবেন বলেও তারা জানিয়েছেন।