ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। রবিবার সকালে পুলিশ ক্যাম্পে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২৫-এর বেশি। যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে বলে জানানো হয়েছে। বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের গজনিতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ পূর্ব আফগানিস্তানের গজনিতে একটি পুলিশ ক্যাম্পে আচমকাই ঢুকে পড়ে বিস্ফোরকভর্তি একটি গাড়ি। সঙ্গে সঙ্গে প্রবল বিস্ফোরণে ওই গাড়িটি উড়ে যায়। গজনির জন স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জাহির শাহ নিকমল জানিয়েছেন, এদিনের হামলায় ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়েছে।
পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ২৫ জন পুলিশকর্মী। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী তারিক আরিয়ান জানিয়েছেন, গাড়িতে বিস্ফোরক বোঝাই করে এক আত্মঘাতী জঙ্গি সকাল ৯’টা নাগাদ এই হামলা চালায়। তবে ওই আত্মঘাতী সন্ত্রাসবাদী কোন জঙ্গি গঠনের সংসদ সদস্য তা এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করা হয়নি। গজনি প্রশাসনের মুখপাত্র ওয়াদউল্লাহ জুমজাদা বলেছেন, পাবলিক প্রটেকশন পুলিশ ফোর্সের একটি ক্যাম্পে হামলা চালানো হয়েছে। শহরের ঠিক বাইরে কোয়ালা-ই-জোজ এলাকায় এই ক্যাম্প ছিল। সেখানেই এদিন প্রবল বিস্ফোরণ ঘটে। বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ওই ক্যাম্পে আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠতে থাকে। যা বহু দূর থেকেও দেখা গিয়েছে। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে বেশকিছু বাড়ির কাচ ভেঙে গিয়েছে। ভেঙে পড়ে গাড়ির কাচ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?