স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ নভেম্বর।। পূর্ব সিদ্ধান্ত মোতাবেক রবিবার অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সদস্য সদস্যারা প্রতিনিধি হিসাবে এই কনভেনশনে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি বিমল সাহা সহ অন্যান্যরা।
কনভেনশন শুরুর আগে প্রয়াত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শুরু হয় কনভেনশনের কাজ। সংগঠনের রাজ্য সভাপতি বিমল সাহা জানান মুখ্যমন্ত্রী তাদেরকে দুই মাসের সময় দিয়েছিলেন। কিন্তু দুই মাস সময়সীমা শেষ হতে যাচ্ছে। তাই আগামিদিনের কর্মসূচির জন্য সংগঠনকে ৮ টি জেলায় সাজিয়ে তোলা হয়েছে। তিনি আরও জানান ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা নির্দোষ ছিল। শিক্ষা দপ্তরের ভুলের জন্য তাদের চাকুরি চলে যায়।