স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ নভেম্বর।। রাজধানী আগরতলা শহরের ভলকান ক্লাব সংলগ্ন এলাকায় সোমবার সাতসকালে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়িঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বাড়ির মালিকের নাম পার্থসারথি পাল।সংবাদ সূত্রে জানা গেছে বাড়ির মালিক ও অন্যান্য সদস্যরা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ গিয়েছিলেন। রাতে তারা বাড়িতে ফেরেন নি। সোমবার সাতসকালে ওই বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন বেরিয়ে যান। খবর দেওয়া হয় বাড়ির মালিক পার্থসারথি পালকে।
খবর পাঠানো হয় দমকল বাহিনীকেও। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে বাড়ির তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছারখার হয়ে যায়। এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ড বলে আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়ির মালিক বাড়িতে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।পুলিশ ও দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।