স্টাফ রিপোর্টার, গুয়াহাটি, ২৫ নভেম্বর।।আগরতলা-শিলচর রুটে যাত্রী ট্রেন পুনরায় চালু হচ্ছে। করোনা-র প্রকোপে রেল পরিষেবা স্থগিত করা হয়েছিল। এখন বিভিন্ন রুটে রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার সাথে আগরতলা-শিলচর রুটেও আগামী ১ ডিসেম্বর থেকে পুনরায় ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। সাথে, একইদিনে অসমে আরও তিনটি স্বল্প দূরত্বের যাত্রী ট্রেন চালু হচ্ছে।
শুধু তাই নয়, গুয়াহাটি- সেকান্দ্রাবাদ সাপ্তাহিক স্পেশাল ট্রেন-র পরিবর্তীত সময়ের সাথে চলাচলের সূচি দীর্ঘায়িত করা হয়েছে।পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে-র মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, শিলচর-আগরতলা ট্রেন আগামী ১ ডিসেম্বর থেকে সকাল সাড়ে আটটায় রওয়ানা দেবে এবং বিকেল চারটায় আগরতলায় পৌছাবে। তেমনি, আগরতলা-শিলচর ট্রেন ১ ডিসেম্বর থেকে সকাল ১১টা ১০ মিনিটে রওয়ানা দেবে এবং সন্ধ্যা ৬টা ৪ও মিনিটে শিলচর পৌছাবে।
ওই ট্রেন কাটাখাল জংশন, বদরপুর জংশন, ভাঙ্গা, নিউ করিমগঞ্জ, করিমগঞ্জ জংশন, নিলামবাজার, বারইগ্রাম, পাথারকান্দি, কলকলিঘাট, চুড়াইবাড়ি, ধর্মনগর, পানিসাগর, পেচারথল, কুমারঘাট, মনু, আমবাসা, মুঙ্গিয়াকামী, তেলিয়ামুড়া, জিরানিয়া এবং যোগেন্দ্রনগর স্টেশনে দাঁড়াবে। ওই ট্রেনে একটি তৃতীয় শ্রেণীর বাতানুকূল বগি, একটি স্লিপার ক্লাস, একটি চেয়ার কার এবং ১৩টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর বগি রয়েছে। এছাড়া দুইটি লাগেজ ভ্যান রয়েছে ওই ট্রেনে।এদিকে, অসমে আরো তিনটি স্বল্প দূরত্বের ট্রেন ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। গুয়াহাটি-ধুবড়ি এক্সপ্রেস স্পেশাল, গুয়াহাটি-লেডু এক্সপ্রেস স্পেশাল এবং গুয়াহাটি-ডেকারগাওঁ এক্সপ্রেস স্পেশাল ট্রেন ওইদিন থেকে চালু হচ্ছে। গুয়াহাটি-ধুবড়ি এক্সপ্রেস স্পেশাল রাত ৯টা ৪৫ মিনিটে গুয়াহাটি থেকে রওয়ানা দেবে এবং পরদিন সকাল ৬টায় ধুবড়ি পৌছাবে।
অন্যদিকে, ধুবড়ি থেকে ওই ট্রেন সকাল ৭টায় রওয়ানা দিয়ে বিকেল চারটায় গুয়াহাটি পৌছাবে। পথে কামাক্ষ্যা, আজারা, ছায়গুন, বামুণীগাঁও, দুধনৈ, গোয়ালপাড়া, জাগীঘোপা, অভয়াপুরী, নিউ বঙাইগাঁও, কোকড়াঝড়, ফকিরগ্রাম জংশন, সপতগ্রাম, টিপকৈ, মংলাঝোরা, বাঁশবাড়ি, মোটেরঝড়, গোলকগঞ্জ এবং গৌরীপুরে দাঁড়াবে। ওই ট্রেনে ১১টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর বগি এবং দুইটি লাগেজ ভ্যান রয়েছে।গুয়াহাটি-লেডু এক্সপ্রেস স্পেশাল ১ ডিসেম্বর থেকে সাড়ে এগারটায় রওয়ানা দিয়ে পরদিন দুপুর ১টা ২৫ মিনিটে লেডু পৌছাবে। অন্যদিকে, লেডু থেকে ৩টা ২৫ মিনিটে রওয়ানা দিয়ে পরদিন ভোর ৫টা ৪০ মিনিটে গুয়াহাটি পৌছাবে ওই ট্রেন।
পথে জাগিরোড, চাপারমুখ, হোজাই, লঙ্কা, লামডিং, ডিফু, ডিমাপুর, বোকাজান, সরুপাথর, বরপথের, ফুরকাটিং, তিতাবর, মরিয়ানি, নাকাছারি, আমগুড়ি, নামতিয়ালী, শিমলুগুড়ি, লাকস্বা, ভজো, সাপেক্ষতি, বোরহাট, নামরূপ, নাহারকাটিয়া, দুলীয়াজান, নিউ তিনসুকিয়া, তিনসুকিয়া, মাকুম, ডিগবৈ এবং মাৰ্ঘেরিতে স্টেশনে দাঁড়াবে। ওই ট্রেনে একটি দ্বিতীয় শ্রেণীর এবং একটি তৃতীয় শ্রেণীর বাতানুকূল বগি, চারটি স্লিপার ক্লাস এবং পাঁচটি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামড়া রয়েছে। সাথে রয়েছে দুইটি লাগেজ ভ্যান।শুভানন বাবু জানিয়েছেন, ডেকেরগাঁও-গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল ১ ডিসেম্বর থেকে ভোর সোয়া পাঁচটায় ডেকেরগাঁও থেকে রওয়ানা দিয়ে সকাল ১০টা ২০ মিনিটে গুয়াহাটি পৌছাবে।
অন্যদিকে, গুয়াহাটি থেকে বিকেল সোয়া চারটায় রওয়ানা দিয়ে ওই ট্রেন রাত ১০টায় ডেকেরগাঁও পৌছাবে। পথে রাঙাপাড়া দক্ষিণ, নিউ মিসামারি, ডেকিয়াজুলি রোড, মাজবাত, রাউতা বাগান, উদালগুড়ি, হরিসিংগা, তাংলা, গোরেশ্বর, রঙ্গিয়া এবং কামাক্ষ্যা স্টেশনে দাঁড়াবে। ওই ট্রেনে ১১টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামড়া এবং সাথে দুইটি লাগেজ ভ্যান রয়েছে।