স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ নভেম্বর।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষ্যে সমগ্র রাজ্যে বিজেপি দলের পক্ষ থেকে একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারই অঙ্গ হিসাবে বিজেপি ৬ আগরতলা মণ্ডলের বিজেপি কার্যকরতাদের উদ্যোগে নারায়ন সেবার আয়োজন করা হয় রাজধানীর রাধানগর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন সদর জেলা শহরাঞ্চল কমিটির সহ সভাপতি সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। উপস্থিত সকলে পথ চলতি দরিদ্র লোকজনদের হাতে তুলে দেন রান্না করা খিচুরি।
সদর জেলা শহরাঞ্চল কমিটির সহ সভাপতি সুকান্ত ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এইদিন একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে বিজেপি ৬ আগরতলা মণ্ডলের কার্যকরতাদের উদ্যোগে নারায়ন সেবার আয়োজন করা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।