বিএসএফ-বিজিবির আঞ্চলিক কমান্ডার স্তরের সমন্বয় সম্মেলন রাজ্যে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ নভেম্বর।। রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএসএফ-বিজিবি সমন্বয় সম্মেলন। বিএসএফ-র আইজি এবং বিজিবি-র আঞ্চলিক কমান্ডার স্তরের ওই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি-রা আজ আগরতলায় এসেছেন।

এদিন বিকেল তিনটায় আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ডিআইজি উমেশ কুমার নায়াল তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। ত্রিপুরা সরকার বাংলাদেশের প্রতিনিধিদের রাজ্য অতিথি হিসেবে ঘোষণা দিয়েছে।ছয় সদস্যক বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন খন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম(বিএআর), এনডিসি, এডিশনাল ডিরেক্টর জেনারেল, রিজিওন কমান্ডার, দক্ষিণ-পূর্ব অঞ্চল, চট্টগ্রাম এবং বিজিবি-র আধিকারিক ও বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক-রা।

ওই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ-র নেতৃত্বে রয়েছেন বিএসএফ মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের আইজি সুনীল কুমার, মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি হরদীপ সিং এবং অন্য বরিষ্ঠ বিএসএফ আধিকারিক।বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার জানিয়েছে, অন্তিমবার ২০১৮ সালে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ-বছর ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনের সূচি নির্ধারিত হয়েছে।

এই সম্মেলন দুই দেশের সম্পর্ক আরো মজবুত করবে বলে আশাবাদী বিএসএফ। এই সম্মেলনে সীমান্ত অপরাধ, পাচার এবং অসম্পূর্ন কাঁটা তারের বেড়া নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী আলোচনা করবেন।এদিন বাংলাদেশের প্রতিনিধিরা ত্রিপুরায় পৌছে উজ্জ্বয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?