মহিলা মোর্চার উদ্যোগে রক্তদান শিবির ও চশমা বিতরণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ নভেম্বর।। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে বুধবার রক্তদান শিবির ও চশমা বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এইদিন রক্তদান শিবির শুরুর আগে বৃক্ষ রোপণ করেন মুখ্যমন্ত্রী। পরে শুরু হয় দুঃস্থদের মধ্যে কম্বল ও চশমা বিতরণ কর্মসূচী। দুঃস্থদের হাতে কম্বল ও চশমা তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের মানুষের কাছ থেকে তিনি অনেক কিছু পেয়েছেন।

বর্তমানে তিনি যে জায়গায় রয়েছেন তা ত্রিপুরাবাসির জন্য। তাই রাজ্যবাসি ওনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি যেন সঠিক ভাবে পালন করতে পারেন, তাঁর জন্য রাজ্যবাসীর নিকট আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী যে দিশা গুলি দেখিয়েছেন সেই দিশাতে তিনি কাজ করছেন। দেশবাসীর কল্যাণে প্রধানমন্ত্রী অনেক গুলি সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে সেই সিদ্ধান্ত গুলি কিছুটা ব্যতিক্রমী।

অনেকের বিষয়গুলি বুঝতে কিছুটা অসুবিধা হয়। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। মুখ্যমন্ত্রী এইদিন দলের কার্যকরতাদের উদ্দেশ্যে বলেন সকলকে ভাবা উচিত কে কোন জায়গা থেকে কোথায় এসেছে। কোন বিচারধারায় এসেছে। বিজেপি দলের নিজস্ব বিচারধারা রয়েছে। বিজেপি দলের বিচারধারা দেশের কৃষ্টি, সংস্কৃতির সাথে যুক্ত। গান্ধিজির গ্রাম স্বরাজের সাথে সম্পর্কিত বিজেপি দলের নীতি। একাত্ব মানব বাদের নীতি।

এই গুলি দেশের কোন রাজনৈতিক দলের কাছে নেই।দলীয় কর্মী সমর্থকদের এইদিন অহংকার ত্যাগ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সকলে নিয়ে একসাথে চলার বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী পরোক্ষ ভাবে বোঝানোর চেষ্টা করেন নিজেদের মধ্যে ঝগড়া হতে পারে। কিন্তু তা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভাল। উদাহরণ স্বরূপ তিনি ভাই-বোনের সম্পর্কের কথা তুলে ধরেন।

একে অপরের সাথগে সোহাদ্যপূর্ণ মানসিকতা তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন বিভিন্ন কর্মসূচী থেকে চাল চলন ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য। সাংগঠনিক বিষয়ে সত্যতার সাথে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান সকলের প্রতি।উদ্ধোধনি অনুষ্ঠান শেষে শুরু হয় রক্তদান শিবির। শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সহসভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, সাধারন সম্পাদক টিঙ্কু রায়, বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি কার্যালয়ে এইদিন ফুলের বকি হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?