কাঞ্চনপুর ও পানিসাগরের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ জনজাতি মোর্চার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ও পানিসাগরে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি জনজাতি মোর্চা৷

মোর্চার সহসভাপতি কার্ত্তিক জমাতিয়া বলেন, ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে কাঞ্চনপুরে লাগাতর ধর্মঘট এবং গতকাল পানিসাগরে জাতীয় সড়ক অবরোধকে ঘিরে মারপিট, গাড়ি ভাঙচুর এবং দুইজনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি৷ সমস্ত জনগণের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি৷

তিনি বলেন, ত্রিপুরা মিশ্র জনবসতির রাজ্য৷ দীর্ঘ সময় ধরে এই রাজ্যে জাতি জনজাতি মিলেমিশে বসবাস করছেন৷ উৎসব ও নানা অনুষ্ঠান একত্রিত হয়ে পালন করছেন৷ ফলে, অশান্তি কোনভাবেই কাম্য নয়৷

তিনি বলেন, মিজোরাম থেকে বাস্তুচ্যুত হয়ে ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীরা দীর্ঘকাল ধরে অমানবিক কষ্টে জীবন যাপন করছেন৷ তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলে তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে৷ সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সম্প্রতি বাধা দেওয়া হচ্ছে৷ বিজেপি জনজাতি মোর্চা এর তীব্র নিন্দা জানাচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?