আইজিএম হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুর, মামলা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।।
রাজধানীর আইজিএম হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড সংঘটিত হয়েছে।মৃত রোগীর পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায় এবং দুজন চিকিৎসককে শারীরিকভাবে নিগৃহীত করে।

সংবাদ সূত্রে জানা গেছে রাজধানী আগরতলা শহর সংলগ্ন এলাকার গৌতম দেবনাথ নামে এক রোগীকে গতকাল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।পরিবারের লোকজনের অভিযোগ করেছেন চিকিৎসকের গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে।

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ এনে পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের নিগৃহীত করে। রোগীর মৃত্যুর ঘটনার পর হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।আইজিএম হাসপাতালে ধুন্ধুমার কান্ড সংঘটিত হওয়ার খবর পেয়ে পশ্চিম থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোগীর পরিবারের লোকজনের অভিযোগ করেছেন চিকিৎসায় গাফিলতির না হলে রোগীর মৃত্যু হত না।চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে চিকিৎসকের বিরুদ্ধে তারা থানায় মামলা করবেন বলেও জানান।অবিলম্বে কর্তব্যরত চিকিৎস বরখাস্ত করার দাবিও জানিয়েছে তারা।এদিকে আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে ভাঙচুর এবং দুই চিকিৎসককে নিগৃহীত করার অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আগরতলা পশ্চিম থানার পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার এর সংবাদ নেই।উল্লেখ্য আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ইতিপূর্বেও উঠেছে।পরপর এসব অভিযোগ ঘিরে সাধারণ রোগীদের মধ্যেও হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?