অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। নীতীশের জেডিইউয়ের মতোই এআইএডিএমকে-ও থেকে যাচ্ছে এনডিএ-তেই। আগামী বছরে তামিলনাডু বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়বে তাঁরা। ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী এডাপাড্ডি পালানিস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী ও পান্নেরসেভলম।
বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে বাংলার মতোই শনিবারই তামিলনাড়ুতে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে পূর্বতন সরকারের নিন্দার পাশাপাশি বর্তমান সরকারেরও ভূয়সী প্রশংসাও শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, ‘‘রাজ্যের উন্নয়নে কোনও ১০ বছর ধরে উদ্যোগ নেয়নি পূর্বতন শাসক তথা ইউপিএ শরিক ডিএমকে।
অবাক হয়ে যাচ্ছি, ২জি কেলেঙ্কারির পরেও ওরা দুর্নীতি নিয়ে কথা বলছে। ওদের কোন অধিকার রয়েছে এই নিয়ে কথা বলার? শুনতে পাই ডিএমকে বার বার কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করে। দশ বছর ধরে কংগ্রেস শাসনকালে আপনারা কী করছিলেন?’’ এদিন তিনি জানান, তামিলনাডু প্রশাসনে এআইএডিএমকে-কে সাহায্য করবে এনডিএ।
এই দিনই তামিল নাডুতে তিনি ৬৭,৩৭৮ কোটি টাকা মূল্যের পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধনও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি পালানিস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী ও পান্নেরসেভলম জানিয়ে দেন, এআইএডিএমকে এনডি-তেই থাকছে।
এই ঘোষণায় অবসান ঘটল বিজেপি-র ‘ভেত্রিভেল যাত্রা’ ও নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কেন্দ্র করে এনডিএ বলাম এআইএডিএমকে-র মতান্তর। এ দিন পান্নেরসেভলম বলেন, ‘আগামী নির্বাচনেও জয়ী হবে জোট।’