স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।।
পানিসাগরে শনিবার ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তির ব্যবস্থা করা জরুরি। এ আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ছিল না। এবং ইতিমধ্যে বনধ প্রত্যাহার করা হোক। পরিস্থিতি খারাপের দিকে চলছে।
অনাহারে মানুষের মৃত্যু হতে পারে। অতিসত্বর ব্রু রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কিন্তু সরকার তা না করে চুপ করে বসে আছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে জয়েন্ট একশন কমিটি অফ সিভিল সোসাইটির লালবাহাদুর রিয়াং এমনটাই অভিযোগ তুলল। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।
এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সুনীল দেববর্মা বলেন পূনর্বাসনের যে চুক্তি হয়েছিল তারপর থেকে কিছু ষড়যন্ত্রকারীরা ব্রু শরণার্থীদের উগ্রপন্থী সাথে তুলনা করে বিভ্রান্ত রটিয়েছে। যার পরিপ্রেক্ষিতে এ ধরনের আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে মহাকুমা মানুষকে। সরকারি চুক্তি মোতাবেক সেইসব শরণার্থীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।