অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। আসন্ন কোভিড ভ্যাকসিনের দাম ঘোষণা করল মার্কিন সংস্থা মডার্না। সংস্থার চিফ এক্সিকিউটিভ একটি সাক্ষাতকারে জানিয়েছেন, ভ্যাকসিনের দাম হতে পারে ২৫ থেকে ৩৭ ডলার। অর্থাৎ রবিবার ডলারের মূল্য হিসেবে ধরলে, ১৮০০ থেকে ২৮০০ টাকার মধ্যে। সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করেছে ভারতও।
তবে জার্মান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার শীর্ষ কর্তা স্তেফান ব্যানসেল এও জানিয়েছেন, যে দাম শেষ পর্যন্ত কত হবে, তা নির্ভর করবে কতগুলো ডোজের অর্ডার দেওয়া হচ্ছে, তার ওপর। ইতিমধ্যেই মডার্নার ভ্যাকসিন পেতে আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কয়েক কোটি ডোজ চায় তারা। পাশাপাশি তারা এও চায় যে ভ্যাকসিনের দাম পঁচিশ ডলারের নিচে থাকুক।
ব্যানসেল জানিয়েছেন, আনুষ্ঠানিক সইসাবুদ এখনও না হলেও, ইউরোপিয়ান কমিশনের সঙ্গে তাঁদের একটা চুক্তি খুব তাড়াতাড়ি হতে পারে। ইতিমধ্যেই চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করেছে মডার্না। সংস্থার দাবি, কোভিড সংক্রমণ রুখতে তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী।
প্রসঙ্গত, করোনা ভ্যাকসিনের জন্য ফাইজার, সিরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক, ক্যাডিলার মতো মডার্নার সঙ্গেও যোগাযোগ রাখছে ভারত। তবে আইন অনুযায়ী, বিদেশে ট্রায়াল সফল হলেও ভারতের বাজারে আনার আগে এদেশে ফের মডার্নার ভ্যাকসিনের ট্রায়াল চালাতে হবে।