অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। ১০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল দুষ্প্রাপ্য দেবী অন্নপূর্ণার মূর্তি। বারাণসী ঘাট থেকে চুরি যাওয়া সেই মূর্তিই এবার ফিরতে চলেছে ভারতে। সেটি এই মুহূর্তে রয়েছে কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনায়। তবে এই প্রথম নয়, আগেও এমন একাধিক চুরি যাওয়া মূর্তি ফিরেছে ভারতে।
কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনার তরফে জানানো হয়েছে, ওই বিরল অন্নপূর্ণার মূর্তিটি বিশ্ববিদ্যালয়ের ম্যাকেঞ্জি আর্টি গ্যালারির সংগ্রহশালায় রাখা হয়েছে। বিশ্ব হেরিটেজ সপ্তাহে মূর্তিটি নাডিয়ান বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত করা হবে। ১৯ থেকে ২৫ নভেম্বর মাসে পালিত হচ্ছে বিশ্ব হেরিটেজ সপ্তাহ। ভার্চুয়ালি প্রদর্শনের মাধ্যমে মূর্তিটিকে দেখানো হবে। দ্রুত ভারতে পাঠানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে।
কানাডায় নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়ার সঙ্গে সম্প্রতি রেজিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ড. থমাসের ভার্চুয়ালি বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন আর্ট গ্যালারি, গ্লোবাল অ্যাফেয়ারস কানাডা ও কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির প্রতিনিধিরাও।
সেখানেই স্থির হয়েছে যাবতীয় সিদ্ধান্ত। চার দশক আগে চুরি যাওয়া রাম-সীতা-লক্ষ্মণের মূর্তি ফিরিয়েছে ব্রিটেন। জানা গিয়েছে, ওই তিনটি ব্রোঞ্চের মূর্তি ব্রিটেন থেকে দিল্লির প্রত্নতাত্বিক বিভাগের সদর দফতরে নিয়ে আসা হয়েছে। এবার বারাণসী ঘাট থেকে চুরি যাওয়া মূর্তিও ফিরতে চলেছে দেশে।