স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ২২ নভেম্বর।।
স্বামীর হাতে আগুনে পুড়িয়ে মৃত গৃহবধূর বাড়িতে গেলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী। রবিবার তিনি গোকুলনগর সুকান্ত কলোনি এলাকায় গৃহবধূর বাবার সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথাবার্তা বলেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি রাখেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নিকট।
উল্লেখ্য গত ১৭ ই নভেম্বর গোকুলনগর এলাকার রুপন সরকার তার নিজ বাড়িতে একটি ঘরে বন্দী করে তার স্ত্রী রুপা নট সরকারকে কেরোসিন ঢেলে আগুন পুড়িয়ে হত্যা করে। প্রথমে বিশালগড় হাসপাতালে পরবর্তী সময়ে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় কিন্তু অবস্থার অবনতি হওয়ার পর জিবিতে রেফার করা হয়।
কিন্তু শেষরক্ষা হয়নি সেই গৃহবধূর মৃত্যুর কোলে ঢলে পড়ে বর্তমানে গৃহবধূর একটি ২৩ মাসের কন্যা সন্তান রয়েছে কিন্তু বিশালগড় থানায় অভিযুক্ত স্বামী রুপন সরকার এবং শাশুড়ি কবিতা সরকারেৱ বিরুদ্ধে মামলা করল আজ পর্যন্ত গ্রেপ্তার করেনি বিশালগড় থানা পুলিশ ছয়দিন অতিক্রান্ত হয়ে গেল যার পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেন পরিবার এবং বিধায়ক নারায়ন চৌধুরী।