স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২২ নভেম্বর।। বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর। ঘটনার বিবরনে জানা যায় রবিবার বিকেলে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কুপিলং তৈছামা পাড়ায় রাবারের স্মোকিং সেন্টার থেকে অগ্নিকাণ্ডের জেরে পুস্পপদ নোয়াতিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এই অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়।অগ্নিকান্ডের ঘটনায় শান্তিরবাজার দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
দমকল বাহিনীর কর্মীরা মাঝপথে গেলে গাড়ী বিকল হয়ে যায় বলে জানা যায়। পরবর্তী সময় উদয়পুর থেকে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।