অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। ‘বিগবস’ দেখতে-দেখতে সেরা ফেলা হচ্ছে রোগীর মস্তিষ্কের জটিল অপারেশন। কিংবা হলিউডের মুভি শেষ হতে না হতেই ব্রেন টিউমারের মত জটিল অস্ত্রোপচার শেষ করে ফেলছেন চিকিৎসকেরা। ভাবতে বা শুনতে অবাক লাগলেও ঘটনা সম্পূর্ণ সত্যি। ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার একটি বেসরকারি হাসপাতাল৷
ওই হাসপাতালে মাথায় টিউমারের সমস্যা নিয়ে ভরতি রয়েছেন বছর ৩৩ এর এক যুবক। রবিবার অসুস্থ ওই যুবকের ওপেন ব্রেন সার্জারি হওয়ার কথা ছিল। আর সেইমত রোগীকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশনের সময় রোগীকে অজ্ঞান করলে চলবে না। ফলে রোগীকে দিব্যি জাগিয়ে রেখেই বিগবস, অবতার দেখতে দেখতে সেরে ফেলা হল মস্তিকের জটিল অপারেশন।
জানা গিয়েছে, ভারা প্রসাদ নামের সেই রোগী অস্ত্রোপচারের পুরে সময়টাতেই জেগে ছিলেন। বিগ বস, অবতার সিনেমা দেখলেন দিব্যি। সেই সময় চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার কেটে বাদ দিলেন। অস্ত্রোপচরের পর ভারা প্রসাদ সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।