স্টাফ রিপোর্টার, আমবাসা, ২২ নভেম্বর।। ধলাই জেলার আমবাসা লালছড়ি এলাকায় দীর্ঘ এক মাস ধরে কৃষকদের জমিতে জল সরবরাহকারী পাম্প মেশিন ঘরে তালা বন্দী করে রাখা হয়েছে।
জানা যায় স্থানীয় মনিন্দ্র দেবের ছেলে কনক দেবকে চাকরির না দেওয়ার কারণেই তারা পাম্প মেশিন ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। সূত্রটি জানিয়েছে মনিন্দ্র দেবের জমিতে ওই পাম্প মেশিন ঘরটি স্থাপন করা হয়েছে।মনিন্দ্র দেবের সঙ্গে নাকি কথা ছিল পাম্প মেশিন স্থাপনের জন্য জায়গা দেওয়ার পরিবর্তে তার ছেলেকে চাকরি দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত তার ছেলেকে চাকরি দেওয়া হয়নি।
সে কারণেই ক্ষুব্দ হয়ে তারা পাম্প মেশিন ঘরের তালা ঝুলিয়ে দিয়েছে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে পাম্প মেশিন চালাতে না পারায় ওই এলাকার দেড় শতাধিক কৃষক মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকরা জানিয়েছেন পাম্প মেশিন না চালানোর ফলে তারা জল পাচ্ছেন না। এর ফলে তারা রবি কৃষি করতে পারছেন না।
আলু চাষীরা মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। এলাকায় প্রচুর পরিমাণ সবজি চাষ হতো। জলের অভাবে সবজি চাষ মার খেয়েছে।অবিলম্বে এই সমস্যার সমাধান করে পাম্প মেশিন চালানোর ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন এলাকার চাষিরা।
তারা স্থানীয় পঞ্চায়েত সহ কর্তৃপক্ষের নজরে এনেছেন বিষয়টি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। ফলে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন দেড় শতাধিক পরিবার।