স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২২ নভেম্বর।।
সোনামুড়া থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে চারটি বাইক সহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসডিপিও এবং ওসির নেতৃত্বে সোনামুড়া থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে বের হয়। অভিযান চালাতে গিয়ে তারা দুটি বাইক সহ ৪ জনকে আটক করতে সক্ষম হন।
চারজনের বিরুদ্ধে এই নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে সুনামুড়া থানার পুলিশ।জানা গেছে বাইক গুলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চোরেরা। গোয়েন্দা পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সুনামুরা থানার পুলিশকে খবর দেয়।গোয়েন্দা বিভাগের কাজ থেকে সুনির্দিষ্ট খবর পেয়ে সোনামোড়ার এসডিপিও এবং সুনামুরা থানার ওসি অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় অভিযানে বের হন।
অভিযান চালাতে গিয়ে তারা যথারীতি সাফল্য পান। উল্লেখ্য সোনামুড়া আন্তর্জাতিক সীমান্ত পথে প্রায় প্রতিনিয়ত তৈরি করা বাইক গুলো বাংলাদেশে পাচার করা হচ্ছে। সোনামুড়া সীমান্ত পাচারকারী এবং চোরাকারবারীদের পাশাপাশি বাইক চোরদের মৃগায়া ক্ষেত্রে পরিণত হয়েছে।
গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি বাইক এবং বাইক সর্দের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোনামুড়া এসডিপিও এবং সুনামুরা থানার ওসি জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বিএসএফের তৎপরতা বাড়ানো হয়েছে।
রাজ্য থেকে চুরি করে নিয়ে যাওয়া বাইক বাংলাদেশে পাচার করতে না পারে সেজন্য পুলিশ এবং বিএসএফের তৎপরতা বাড়ানো হয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে একের পর এক সাফল্য পেতে শুরু করেছে পুলিশ।