অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটি। সূত্রের খবর, শনিবার এই কমিটির তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে করোনার চিকিৎসা এবং চিকিৎসার খরচ নিয়ে সুসংহত পরিকল্পনা থাকলে হয়তো অনেক মানুষের মৃত্যু আটকানো যেত।
করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যুর জন্য ঘুরিয়ে কেন্দ্রকেই দায়ী করা হয়েছে সংসদীয় কমিটির এই রিপোর্টে। জানা গিয়েছে, স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে, করোনার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে স্পষ্ট করে কোনও নির্দেশিকা বেঁধে দেওয়া হয়নি সরকারের তরফে। চিকিৎসার খরচ সংক্রান্ত কোনও নির্দেশও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিকে দেয়নি কেন্দ্র। ফলে মহামারীর পরিস্থিতিতেও ইচ্ছামত চিকিৎসার খরচ চেয়েছে বেসরকারি হাসপাতালগুলি।
যা সবার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। কমেটি মনে করছে, যদি করোনার চিকিৎসা নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা হতো তাহলে হয়তো অনেক মৃত্যুই এড়ানো যেত। সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব এই সংসদীয় কমিটির চেয়ারম্যান। শনিবার ‘কোভিড-১৯ সংক্রমণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর হাতে।
রিপোর্টে আরও বলা হয়েছে, করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধির ফলে দেশে সরকারি হাসপাতালগুলিতে শয্যার অভাব দেখা দিয়েছিল। আর যেহেতু বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার প্রচুর খরচ, তাই অনেক মানুষই উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। স্বাস্থ্য খাতে খরচ আরও বাড়াতে কেন্দ্রকে পরামর্শ দিয়েছে এই কমিটি।