অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। বহুদিন থেকেই বাবা অসুস্থ ছিলেন। শুক্রবার ভারতীয় দলের সঙ্গে সিডনিতে তিনি যখন অুশীলন করছিলেন, সেই সময়েই আসে দুঃসংবাদ। হায়দরাবাদে মারা গিয়েছেন বাবা মহম্মদ ঘাউস। মুহূর্তের মধ্যে শোকস্তব্ধ হয়ে পড়েন ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ।
কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নেন। জানিয়ে দেন, দেশে ফেরার কোনই ইচ্ছা নেই। তিনি ভারতীয় দলের সঙ্গে থেকে নিজেকে ক্ষুরধার করে তুলতে চান। স্বপ্নপূরণ করতে চান প্রয়াত বাবার। ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা বিরল নয়। ১৯৯৯ সালের বিশ্বকাপের মধ্যেই বাবার মৃত্যুসংবাদ পেয়ে দেশে উড়ে এসেছিলেন শচীন তেন্ডুলকর। অন্ত্যেষ্টির পরে আবার ইংল্যান্ডে উড়ে গিয়ে কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি।
বিরাট কোহলিও দিল্লি দলের হয়ে ম্যাচ খেলার সময় জানতে পারেন বাবা আর নেই। পরের দিন মাঠে নেমে দুর্দান্ত ব্যাটিং করে দলকে বাঁচিয়েছিলেন। শুক্রবারের পরে সেই তালিকায় ঢুকে পড়ল সিরাজের নামও। যিনি ভারতীয় বোর্ডকর্তাদের জানিয়ে দেন, ভারতীয় দলের সঙ্গে থেকেই নিজের কাজ করতে চান, যা মনেপ্রাণে কামনা করে এসেছেন তাঁর প্রয়াত পিতা। সিরাজের সেই মনোবল দেখে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়।
বোর্ড প্রেসিডেন্ট টুইট করেছেন, “এই বিদায়ের যন্ত্রণা সামলে ওঠার ক্ষমতা যেন ঈশ্বর দেন সিরাজকে। দুর্দান্ত এক লড়াকু চরিত্র। এই অস্ট্রেলিয়া সফরটা দাররণ সফল হোক সিরাজের, সেই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।” বোর্ড সচিব জয় শাহ বলেছেন, “আমরা ওই খবর পাওয়ার পরেই ভারতীয় দলের সঙ্গে যোগাযোগ করি।
সিরাজকে বলাওহয়, এই শোকের সময় ও যেন দেশে ফিরে এসে পরিবারের পাশে থাকে। কিন্তু ভারতীয় পেসার জানিয়ে দিয়েছে, ও কোনও অবস্থায় দেশে ফিরতে চায় না। দলের সঙ্গে থেকে নিজের দায়িত্ব পালন করতে চায়। আমরাও ওর কথা মেনে নিয়েছি। বোর্ড সিরাজ এবং তার পরিবারের পাশেই থাকবে।”