প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল, প্রশ্ন মানিক দে’র

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।। নতুন আইনের ফলে ৭০ শতাংশ কল-কারখানা এবং ৭৪ শতাংশ শ্রমজীবি আইনের বাইরে চলে গেছে। আর শ্রমজীবিদের সর্বনাশ করে কৃষকদের সর্বনাশ করতে তিনটি বিল সংসদে পাস করে নেয় কেন্দ্রীয় সরকার।

এতে কৃষকদের অধিকার ক্ষুন্ন হয়েছে। বাজার বহুজাতিক সংস্থার হাতে সম্পূর্ণভাবে তুলে দিচ্ছে।নয়া আইন দিয়ে অত্যাবশ্যকীয় আইন ক্ষুন্ন করে কালোবাজারিতে হাতে তুলে দেওয়া হচ্ছে। বাজার সম্পূর্ণভাবে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বন্টনের ব্যবস্থা ঋণগ্রস্ত হয়ে বেসরকারিকরণ করে দিচ্ছে সমস্ত কিছু। এতে পুঁজিপতিরা ব্যবসা করবে। গরিবদের ক্ষতি হবে। এর বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সামনে রেখে রবিবার সিআইটিইউ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তোলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।

তিনি আরো বলেন দেশে বিদ্যুৎ, রেল স্টেশন এবং রেল পরিষেবাকে সরকার পুঁজিপতিদের লাভের জন্য বেসরকারিকরণ করছে। বিদ্যুৎ বিল বাড়বে। রেলের ভাড়া বৃদ্ধি পাবে। দেশবাসী সঠিকভাবে পরিষেবা পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি প্রশ্ন তুলেন করোনাকালীন অবস্থায় প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনসাধারণের জন্য ব্যবহার করা হয় নি। সেই অর্থ কোথায় গেল?

আর সেই অর্থ নিয়ে আন্দোলন করলে সিবিআই এবং পুলিশ দিয়ে মিথ্যা মামলা করে ফাঁসিয়ে দিচ্ছে এই বিজেপি সরকার। বহুবার নগদ অর্থ এবং খাদ্যশস্য দেশে গরীব আয়কর প্রদান করেন এবং পরিবারকে তুলে দেওয়ার দাবি জানানো হলেও সরকার কিছুতেই মানছে না দাবিগুলি। আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?