৪৮ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৭ জন হবু আইএএস অফিসার

অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। ৪৮ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৭ জন হবু আইএএস অফিসার। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনস্ট্রেশন-এ। সংক্রমণের কারণে প্রশিক্ষণ-সহ সমস্ত রকম কাজ ৩ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত অনলাইনে করার নির্দেশ জারি করেছে প্রশিক্ষণ কেন্দ্র।

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সিভিল সার্ভিসে প্রবেশকারীদের জন্য আবশ্যিক ৯৫তম ফাউন্ডেশন কোর্স করতে ক্যাম্পাসে বর্তমানে মোট ৪২৮ জন শিক্ষানবিশ আধিকারিক রয়েছেন।

জেলা প্রশাসনের সহায়তায় গত ২০ নভেম্বর থেকে এ পর্যন্ত ১৬২ এর বেশি আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট ৫৭ জন শিক্ষানবিশ আধিকারিকের কোভিড পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গিয়েছে। সংক্রমিত সমস্ত শিক্ষানবিশ আধিকারিকদের প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোভিড কেয়ার সেন্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?