স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।। ভারত বিকাশ পরিষদ পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে রবিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
রক্তাল্পতা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা এবং মনিপুরের দায়িত্ব প্রাপ্ত বিরেন্দ্র কলই সহ অন্যান্যরা।
এইদিনের শিবিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রিদের মধ্যে ভিটামিন ট্যাবলেট প্রদান করা হয়। ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা এবং মনিপুরের দায়িত্ব প্রাপ্ত বিরেন্দ্র কলই জানান রক্তাল্পতা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এইদিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত বিকাশ পরিষদ চায় দেশের প্রত্যেক নাগরিক যেন সুস্থ থাকে।