স্টাফ রিপোর্টার, গুয়াহাটি, ২২ নভেম্বর।।
গুরুতর অসুস্থ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডাকসাইটে কংগ্রেস নেতা তরুণ গগৈ। রয়েছেন ভেন্টিলেশনে। গত ২৫ অগাস্ট করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সেখানে কোভিড ও তার পরবর্তী নানা অসুস্থতার জেরে দু’মাস হাসপাতালে ভর্তি থাকতে হয় তাঁকে। ছাড়া পান ২৫ অক্টোবর।
এরপর ফের অসুস্থ হয়ে পড়ায় ২ নভেম্বর আবার গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। এমনকী, শ্বাস নিতেও সমস্যা হচ্ছে তাঁর। আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা।
যোগাযোগ রাখা হচ্ছে দিল্লির এইমসের বিশেষজ্ঞদের সঙ্গে। বিভিন্ন ওষুধ প্রয়োগের মাধ্যমে বর্ষীয়ান নেতার অঙ্গপ্রত্যঙ্গকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। গতকাল বিকেলের পর থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তাঁর।