স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২২ নভেম্বর।। আগরতলা মোহনপুর খোয়াই সড়কে রবিবার সকালে দ্রুতবেগে যাওয়া অলটো গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। তাতে অলটো গাড়ির চালকসহ যাত্রীরা গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে খোয়াই থেকে আগরতলাগামী অলটো গাড়িটি দ্রুতবেগে আসছিল।
মোহনপুরে তুলাবাগান এলাকায় এসে পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় অলটো গাড়ি। তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অলটো গাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়।গাড়িতে থাকা চালকসহ যাত্রীরা সবাই আহত হয়।অলটো গাড়ির চালকের অসাবধানতা এবং দ্রুতগামী তার কারণ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য আগরতলা মোহনপুর খোয়াই সড়কে অত্যন্ত দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে।যানবাহনের গতির নিয়ন্ত্রণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।