স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।। ভারতীয় জনতা তপশীলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবিবার স্বাধীনতা সংগ্রামী ঝলকারি বাই-র জন্মজয়ন্তী পালন করা হয়। রাজধানীর কলেজটিলাস্থিত মৎস্য স্বাস্থ্য সুরক্ষা অনুসন্ধান কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলিপ দাস সহ ভারতীয় জনতা তপশীলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত সকলে স্বাধীনতা সংগ্রামী ঝলকারি বাই-র পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক ডাক্তার দিলিপ দাস বলেন বর্তমানে সমগ্র দেশে করোনার প্রকোপ চলছে। সকলে যদি ভাবে করোনা চলে গেছে তাহলে হয়তো করোনা ভাইরাস ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। তাই তিনি সকলে সতর্ক থাকার জন্য এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন করোনা পরিস্থিতির মধ্যে স্বাধীনতা সংগ্রামী ঝলকারি বাই-র জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। কারন তিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আর যিনি মানুষের জন্য কাজ করে তাকে মানুষ মনে রাখে। যে শুধুমাত্র নিজের জন্য কাজ করে তাকে মানুষ মনে রাখে না।