স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।। ক্রাইম এন্ড করাপশন সোসাইটির উদ্যোগে রবিবার আগরতলা প্রেসক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এবং আগরতলা রামকৃষ্ণ মিশনের সম্পাদক হিতোকামানন্দ মহারাজজি।
রক্তদান শিবির কে কেন্দ্র করে ক্রাইম এন্ড করাপশন সোসাইটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে তারা এই মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজন করেছেন বলে জানান।
রক্তদান শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাংক গুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে।পরিস্থিতি বিবেচনা করে ক্রাইম এন্ড করাপশন সোসাইটি এই মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাদের ধন্যবাদ জানান তিনি।
মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন এন্ড করাপশন সোসাইটি নানা সামাজিক কর্মসূচির সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে।রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন করাপশন এর বিরুদ্ধে তারা কাজ করে চলেছেন। এ ধরনের উদ্যোগ সমাজে অপরাধপ্রবণতা কমাতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি মনে করেন।
ক্রাইম এন্ড করাপশন সোসাইটির মত অনন্য বিভিন্ন সংস্থাকেসমাজে অপরাধপ্রবণতা কমাতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন। জনগণকে সমাজ সচেতন করে তুলতে সক্ষম হল এই সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।