স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২২ নভেম্বর।। জায়গার মালিককে চাকুরী থেকে সরিয়ে দেওয়ায়, দীর্ঘ দুইমাস যাবৎ বন্ধ রাখা হয়েছে অঙ্গনওয়ারী সেন্টার।
ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং এর হরিমগ পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মানের সময় জায়াগ মালিক হিসাবে উঞ্চা মগকে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের হেল্পার হিসাবে নিয়োগ করা হয়েছে। কিন্তু কোন এক অঞ্জাতকারনে বিগত দুই মাস আগে এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে নতুন করে ঝর্না পাল নামে একজনকে হেল্পার হিসাবে নিয়োগ করাহয়।
এতে করে কর্ম সংস্থান হারালো উঞ্চা মগ। পরবর্তী সময় এলাকার লোকজন উঞ্চামগের সমর্থনে এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। উনাদের দাবি উঞ্চা মগকে পুনরায় এই সেন্টারে কাজে নিযুক্ত করতেহবে আর নাহলে এই সেন্টার টি অন্যত্র সরিয়ে নিতেহবে।
জানা যায় এই সেন্টারে মোট ১৩ জন ছাত্র ছাত্রী রয়েছে। দীর্ঘ ২ মাস অঙ্গনওয়াড়ী সেন্টার বন্ধের খবর শুনে দপ্তরের কোনোপ্রকার হেলদোল নেই। এখন দেখার বিষয় ছোট শিশুদের উন্নয়নস্বার্থে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।