স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ২১ নভেম্বর৷৷ শনিবার সকালে মধুপুর থানার গাড়ি ভাঙচুর করায় অসহায় যুবককে গ্রেফতার করাতে এলাকার জনগণ মধুপুর থানা ঘেরাও করল৷ সকলের বক্তব্য অসহায় যুবক নুন আনতে পান্তা ফুরায় অবস্থায়৷
অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়৷ রাতের বেলা যখন ঘরে ঘুমিয়ে ছিল মধুপুর থানা পুলিশ বলপূর্বক ঘরে প্রবেশ করে দরজা জানালা ভেঙ্গে রতন সরকার নামে এক যুবককে নিয়ে আসে৷ জনগণের বক্তব্য যারা অভিযুক্ত গাড়ি ভাঙচুর করেছে তাদের না এনে অসহায় যুবককে কেন নিয়ে এসেছে৷ তাদের অতি দ্রুত ছাড়তে হবে৷
নতুবা তাদের আন্দোলন চলবে৷ উল্লেখ্য, শুক্রবার দুপুর বেলা মধুপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কইয়াডেপা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে গেলে কিছু উশৃংখল যুবক মধুপুর থানার দুটি গাড়ি ভেঙ্গে দেয়৷ যার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ সঙ্গে সঙ্গেই পরবর্তী সময়ে শুক্রবার গভীর রাতে মধুপুর ৩০ নাম্বার বিওপি এলাকায় থেকে অসহায় যুবক রতন সরকারকে নিয়ে আসে৷ তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার জনগণ৷
সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এদিকে এলাকার মহিলারা অভিযোগ তুলছে মধুপুর থানার বড়বাবু তাপস দাস গরু পাচার ফেন্সি এবং ইয়াবা ট্যাবলেট তার মদতে সরাসরি চলছে এলাকার মধ্যে৷ অথচ তাদের কিছুই করেনি অসহায় জনগণের বাড়িতে গিয়ে হামলা চালায়৷ তার কঠোর শাস্তির দাবি তুলেছে৷