স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২১ নভেম্বর৷৷ ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঊনকোটি পর্যটন কেন্দ্রে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার পুলিশ৷
সেখান থেকে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ পুলিশ জানিয়েছে মৃতদেহটি স্থানীয় এক মহিলার৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক ল্যাব এর লোকজনরাও৷ কিভাবে ওই মহিলার এখানে আসলো কিংবা কিভাবে তার মৃত নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ উল্লেখ্য গত কিছুদিন আগে পর্যটন কেন্দ্রে এক ব্যক্তিকে নিশংস ভাবে খুন করা হয়েছিল৷
এই খুনের ঘটনায় সেখানকার দুই পূজারীকে গ্রেপ্তার করা হয়েছিল৷খুনের ঘটনার পর মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷