স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।। গত ৩ অক্টোবর চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আগামী দু’মাসের মধ্যে চাকরীচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধান করা হবে।
কিন্তু দু মাস অতিক্রান্ত হতে চলেছে আগামী ৩ ডিসেম্বর। সরকারের কোনো রকম উদ্যোগ নেই চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে চাকরিচ্যুত শিক্ষকদের যদি কোনরকম স্থায়ী সমাধান না হয় তাহলে হাঙ্গার স্ট্রাইক করা হবে। হাঙ্গার স্ট্রাইক হবে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। আর এ হাঙ্গার স্ট্রাইক রাজ্যে ইতিহাস হয়ে থাকবে।
রবিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই হুঁশিয়ারি দিলেন জাস্টিস ফর ১০,৩২৩ টিচার্স শিক্ষক সংগঠনের যুগ্ম আহবায়ক অজয় দেববর্মা। কারণ রাজ্যে চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর মিছিল বয়ে চলেছে। ৭৫ জন চাকরীচ্যুত শিক্ষকের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত।
আর হাঙ্গার স্ট্রাইক ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই চাকুরিচ্যুত শিক্ষকদের জন্য। অনির্দিষ্টকালের জন্য চলবে এই হাঙ্গার স্ট্রাইক বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা।