কৈলাসহরে বিজেপির অফিসে ভাঙচুর ও সমর্থকদের বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২০ নভেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরে চন্ডিপুর ব্লকে মূর্তিছড়াই শাসক দল বিজেপির অফিস গৃহে ভাঙচুর এবং বিজেপির সমর্থকদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর চালিয়েছে দুষৃকতীকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে শাসক দলের পক্ষ থেকে কৈলাসহর থানায় মামলা দায়ের করা হয়েছে৷

শাসক দলের অফিস গৃহ ভাঙচুর এবং দলীয় কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় বিরোধী দল সিপিআইএম জড়িত বলে অভিযোগ করা হয়েছে৷ হামলায় ৫ জন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলেও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিজেপি৷

এদিকে এলাকার পরিস্থিতি সামাল দিতে একটি অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ যে কোনো সময় এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটনার আশঙ্কা করছেন অনেকেই৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?