স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ নভেম্বর।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলায় খেজরবাগানস্থিত শ্রীকৃষ্ণ মিশন স্কুল সংলগ্ন জলাশয়ের পাড়ে আয়োজিত ছট পূজায় অংশ গ্রহণ করেন৷
ছট পুজায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, ছট পূজায় মায়েরা নিজেদের পরিবারের সুুখ, শান্তি এবং সমৃদ্ধির কামনায় সূর্য দেবতার কাছে প্রার্থনা করেন৷ এই পুজোতে জলে দাড়িয়ে শুদ্ধতার সঙ্গে সূর্য দেবতার আরাধনা করা হয়৷ তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারি পরিস্থিতি চলছে৷ তিনি বলেন, বর্তমানে ত্রিপুরায় সুুস্থতার হার জাতীয় গড়ের চেয়ে বেশী৷ এক্ষেত্রে রাজ্যবাসীও কোভিড-১৯ জনিত যাবতীয় নিয়মাবলী এবং স্বাস্থ্যবিধি সঠিক ভাবে মেনে চলছেন৷
মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ছট পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সকলের সুুন্দর এবং সুুস্থ জীবনের পাশাপাশি পরিবারের আর্থিক সমৃদ্ধির সাথে রাজ্যকেও আত্মনির্ভর করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন৷
অনুষ্ঠানে বিধায়ক ডা. দিলীপ কুমার দাস বলেন, আমাদের সমাজে সূর্যকে দেবতারূপে পূজো করা হয়৷ ছট পূজায় এই সূর্য দেবতাকে পূজা করা হয়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বলেন, ভক্তি, শক্তির এবং উন্নয়নের প্রতীক এই ছট পূজা৷
সূর্যের আলো যেমন সর্বদা পৃথিবীতে বিরাজ করে তেমনি আমাদের পরিবারের প্রত্যেক ব্যক্তি যেন আরও উন্নতির দিকে এগিয়ে যান৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কাউন্সিলার সুুপর্ণা দেবনাথ৷ ছট পূজাকে কেন্দ্র করে এদিন এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়৷