স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার প্রতাপগড় বাজারে শুক্রবার অগ্ণিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ জানা যায় হঠাৎ স্থানীয় লোকজন বাজারের একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান৷ খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷
দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷স্থানীয় লোকজন এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ তবে এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ প্রাথমিক তদন্তে জানা গেছে শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ প্রতাপগড় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে না গেলে প্রতাপগড় বাজারে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত৷
দমকল বাহিনীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী৷ দমকল বাহিনীর জওয়ানরা জানিয়েছেন স্থানীয় জনগণ তাদেরকে দারুন ভাবে সহযোগিতা করেছেন৷ স্থানীয় জনগণের সহযোগিতা দেই তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন৷ অগ্ণিকাণ্ডের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা প্রতাপগড় বাজারে ছুটে যান৷
ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে৷ প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত দোকানিদের আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ক্ষয়ক্ষতি নিরূপণের পর পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷