স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২০ নভেম্বর৷৷ সিধাই এর মোহনপুরের কালীকামুড়ায় এক গৃহবধূ অগ্ণিদগ্দ হয়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পারদ এখনো তুঙ্গে৷ অগ্ণিদগ্দ হয়ে মৃত গৃহবধূর নাম মীনাক্ষী সরকার৷গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে বাপের বাড়ির লোকজনের অভিযোগ৷
এ ব্যাপারে মৃতার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করেছেন৷ বিষয়টি মহিলা কমিশনের নজরেও আনা হয়৷ রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল শুক্রবার মোহনপুরের কালিকামুড়া এলাকা পরিদর্শন করেন৷ অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যুর ঘটনা সম্পর্কে তারা বিস্তারিত খোঁজখবর নেন৷
মহিলা কমিশনের প্রতিনিধিদলের সদস্যরা নিহত মীনাক্ষী সরকারের বাপের বাড়ির লোকজন তার সঙ্গেও কথা বলেন৷অগ্ণিদগ্দ হয়ে মৃত মীনাক্ষী সরকারের বাপের বাড়ির লোকজনের সঙ্গে ও মহিলা কমিশনের প্রতিনিধিদলের সদস্যরা বিস্তারিত খোঁজখবর নেন৷তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷
তারা সিধাই থানার আধিকারিক সহ আরও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন৷রাজ্যে মহিলা নির্যাতন সংক্রান্ত ঘটনায় যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় সেজন্য মহিলা কমিশন সবসময়ই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন৷