স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২০ নভেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের পোয়াংবাড়ি ব্লকের দুমুখা ড্রিলিং সাইড এলাকা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সেখানকার একটি ছড়ার জল থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহটি উদ্ধার হয়৷ মৃত শ্রমিকের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম পরগনা জেলায়৷
জানা গেছে, একটি বেসরকারি কম্পানির অধীনে শ্রমিকরা দুমুখা ড্রিলিং সাইড এলাকায় কাজ করতে এসেছিল৷ কাজ করতে আসায় এক শ্রমিক আচমকা নিখোঁজ হয়৷ অন্যান্য শ্রমিকরা ভেবে ছিল সে হয়ত পালিয়ে বাড়িতে চলে গেছে৷
কিন্তু খোঁজ খবর করে তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়৷ অবশেষে ড্রিলিং সাইড সংলগ্ণ এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়েছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷