স্টাফ রিপোর্টার, পানিসাগর, ২১ নভেম্বর।। রাজ্য মন্ত্রিসভার সদস্য শান্তনা চাকমা এবং স্থানীয় বিধায়ক ভগবান দাস-র মধ্যস্থতায় বিকেলের পর পানিসাগরে ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে। জয়েন্ট মুভমেন্ট কমিটি অবরোধ প্রত্যাহার করেছে। তবে, কাঞ্চনপুর মহকুমায় বন্ধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন কমিটির সদস্য নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ।
তাঁর কথায়, আগামীকাল ধর্মনগরে উপাধাক্ষ্য বিশ্ববন্ধু সেন-র সাথে বৈঠকে মিলিত হব আমরা। ওই বৈঠকে ব্রু শরণার্থী পুনর্বাসনে আমাদের আপত্তিগুলি ত্রিপুরা সরকার মেনে নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষনা দিলে, তবেই বন্ধ প্রত্যাহার করা হবে।এদিন রাতে টেলিফোনে তিনি জানিয়েছেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ভগবান দাস-র সাথে আজ পানিসাগরে অবরোধ প্রত্যাহার নিয়ে জেএমসি-র দীর্ঘ আলোচনা হয়েছে।
ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেবে জেএমসি। তবে, কাঞ্চনপুর মহকুমায় বন্ধ এখনই প্রত্যাহার করা হবে না। তাঁর সাফ কথা, ব্রু শরণার্থী পুনর্বাসনে আমাদের দাবি সম্পর্কে মুখ্যমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি দিলেই বন্ধ প্রত্যাহার করা হবে। রঞ্জিত নাথ জানিয়েছেন, আগামীকাল ব্রু ইস্যুতে উপাধক্ষ্য আমাদের সাথে আলোচনা করবেন।
ওই বৈঠকে উত্তর ত্রিপুরা জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং কাঞ্চনপুর মহকুমা শাসক উপস্থিত থাকবেন। তিনি বলেন, জেএমসি পুনরায় প্রশাসনের কাছে ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তিগুলি তুলে ধরবে। তাঁদের কাছে প্রতিকার চাইবে। ফলে, এখনই বন্ধ প্রত্যাহার করা কোনভাবেই সম্ভব নয় বলে তিনি সাফ জানিয়েছেন।