স্টাফ রিপোর্টার, শাশান্তিরবাজার, ২০ নভেম্বর।।
শান্তিরবাজার কমিউনিটি হলে আজ ৬৭তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করা হয়৷ সমবায় দপ্তর ও ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে দক্ষিণ ও গোমতী জেলাভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷
অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, সমবায়কে ভিত্তি করে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা সুুদৃঢ় করার লক্ষ্যে সরকার কাজ করছে৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে গ্রামীণ মানুষের জীবন জীবিকার মানোন্নয়নে সমবায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ কৃষিমন্ত্রী বলেন, আত্মনির্ভর রাজ্য গড়ে তোলার লক্ষ্যে সরকার অগ্রাধিকার দিয়েছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক রণজিৎ দাস, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, নাবার্ডের ডি জি এম, শান্তিরবাজার পুর পরিষদের কাউন্সিলার স্বপা বৈদ্য, সমাজসেবী শ্যামলাল দেবনাথ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিখিল চন্দ্র গোপ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শান্তিরবাজার মহকুমা সমবায় কার্যালয়ের আধিকারিক বিষ্ণুপদ রায়৷