ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি, পানিসাগর অগ্নিগর্ভ, হত দুই, ঘায়েল বহু

স্টাফ রিপোর্টার, পানিসাগর, ২১ নভেম্বর।।
ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি নিয়ে শনিবার ত্রিপুরায় জয়েন্ট মুভমেন্ট কমিটির জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি চলাকালীন টিএসআর জওয়ানের ছোঁড়া গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া পুলিশ-টিএসআর সহ প্রায় ২৩ জন আহত হয়েছেন।

আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে। পানিসাগরের মহকুমাশাসক এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।জয়েন্ট মুভমেন্ট কমিটির আহ্বায়ক সুশান্ত বড়ুয়া জানিয়েছেন, আজ সকাল থেকে পানিসাগর, চামটিলা এবং পেঁচারথলে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। ব্রু শরণার্থী পুনর্বাসনে আমাদের দাবি মেনে না নেওয়ায় জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল।

শান্তিপূর্ণ ওই অবরোধ কর্মসূচিতে হঠাত্‍ বাইকে সওয়ার টিএসআর জওয়ান প্রচণ্ড গতিতে এসে গুলি চালিয়ে পালিয়ে গেছেন। তাতে দশদার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি সুকান্ত দাস (৪৫)-এর বুকে এবং অপর একজনের পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিত্‍সকরা সুকান্তকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে আপত্তির জেরে কাঞ্চনপুর মহকুমায় গত ছয়দিন ধরে ধর্মঘট পালন করছে জয়েন্ট মুভমেন্ট কমিটি। তাতে মহকুমা জুড়ে উত্তেজনা বিরাজ করছিল।

মহকুমাশাসক অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছিলেন। এখন পানিসাগরে জাতীয় সড়ক অবরোধ চলাকালীন এক ব্যক্তির পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। পুলিশের পদস্থ আধিকারিক জানিয়েছেন, আজ জাতীয় সড়ক অবরোধ চলাকালীন অবরোধকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই একজন অবরোধকারী গুলিবিদ্ধ হন।

অন্য আরেকজনের পায়ে গুলি লাগে। ওই আধিকারিকের কথায়, পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ২৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন পুলিশ কর্মী রয়েছেন। তিনি জানান, দুই পুলিশ ও দমকল কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?