স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বেকার সমস্যা রাজ্যে চরম আকার ধারণ করতে চলছে৷ আর বেকারদের পরিসংখ্যান শীত নিয়ন্ত্রিত কক্ষে বসে রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ যতটাই লুকানোর চেষ্টা করুক না কেন, আন্দোলনের দিকে ছুটছে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা৷
কারণ বেকার সমস্যা রাজ্যে দীর্ঘ দিনের সমস্যা৷
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় খুব শীঘ্রই এস টি জি টি এবং এস টি পি জি টি পদে ১৭৫ এবং ৬৫ জন নিয়োগ করা হবে৷ কিন্তু রাজ্যের অন্যান্য শূন্যপদ সহ ১০,৩২৩ জন শিক্ষকদের মধ্যে চাকরিচ্যুত হওয়া প্রায় ৪৪৪৫ টি পদ পূরণ করার দাবি জানিয়ে বুধবার শিক্ষা দপ্তরের সম্মুখে গণবস্থানের বসে বিএড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা৷
সেসব ছাত্রছাত্রীরা জানায় সরকার যদি অবিলম্বে রাজ্যে শিক্ষা দপ্তরের শিক্ষকের শূন্যপদ পূরণের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে সে সব ছাত্র-ছাত্রীরা৷ পাশাপাশি আরও প্রতিবাদ জানিয়ে বি এড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা জানায়, সরকার ৪৪৪৫ টি শূন্যপদ পূরণে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেখা যায় সাধারণ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য কোন আসন নেই৷
সাধারণ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য শূন্য পদ ত্যাগ করতে হবে বলে দাবি জানান৷ পরে ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধিদল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তার সাথে দেখা করে দাবি সনদ তুলে দেন৷ যুগ্ম অধিকর্তা জানান বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে বলে জানিয়েছে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷